Tuesday, 24 July 2018

আষাড়স্য প্রথম দিবসে

  ঝমঝমিয়ে প্রথম বৃষ্টি । আজ আষাড়স্য প্রথম দিবসে বছরের প্রথম বৃষ্টি, সেই কত যুগ আগে কালিদাস-এর মেঘদূত কাব্যে যক্ষ মেঘকে জানিয়েছিল তার বার্তা প্রেমিকার কাছে পৌছে দেওয়ার আর্জি। তারপর কত যুগ কেটে গেছে, বৃষ্টি কিন্তু পুরোনো হয়নি , আজও সে নির্মল নবীন । 


আজ সকাল থেকেই আকাশটা মেঘলা, থমথমে গুমোট পরিবেশ, বাতাস বইছেনা । গত কয়েকদিন ধরে রোজ এই একই রকম চলছে । তাই রোজকার মিথ্যে প্রলোভনে ভুলে আজ আশা করতেও ভয় লাগছিল যে বৃষ্টি হতে পারে । সন্ধের পর থেকে ঝোড়ো হাওয়া যদিও সেই লোভের সলতে তাকে আরেকটু এগিয়ে দিল ।